ভারতীয় সিরিয়ালে কাজ করতে চান??তাহলে এটা আপনার জন্য
১/ যে কোনো কথা বলার মধ্যে নিম্নতম ৭ থেকে ১০ সেকেন্ড গ্যাপ রাখতে হবে
২/ কথা দুরে দাড়িয়ে বললে হবেনা কথা অবশ্যই যার উদ্দেশ্যে বলবেন তার নাকের কাছে গিয়ে বলতে হবে
৩/ রাজনৈতিক , অর্থনৈতিক , সামাজিক , ডাক্তারি সব ধরনের বিষয়ের উপর জানা থাকতে হবে
৪/ খুব ধীর গতিতে হাটার অভ্যাস থাকতে হবে
৫/ আড়ি পাতা মানে চুপি চুপি কথা শোনার উপর অভিজ্ঞতা থাকতে হবে
৬/ আপনি যদি নাটকের নাইকা হন তাহলে সবাইকে ক্ষমা করার অপূর্ব ক্ষমতা থাকতে হবে
৭/ পড়ালেখা না জানলেও চলবে তবে অবশ্যই সর্ব গুনের অধিকারি হতে হবে
৮/ যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাউকে মা বাবা বানিয়ে নিতে হবে
আর মাথায় আসলো না কেউ কিছু বলো পারলে ইডিট করে এগুলোর সাথে লাগিয়ে দিবো