ময়দা নিয়ে কিছু বিখ্যাত মনিষীর থেউরি।

মজার সবকিছু April 18, 2016 980

ময়দা নিয়ে কিছু বিখ্যাত মনিষীর থেউরি।


১.নিউটন, "ময়দা সুন্দরীর সৌন্দর্য তার মুখে মাখায়িত ময়দার সামানুপাতে পরিবর্তিত হয়।"


২.পিথাগোরাস, "ময়দা সুন্দরীর দুই গালে মাখায়িত ময়দার ওজনের বর্গফল একটি বৃহত্তর ময়দার বস্তার ওজনের বর্গফলের সমান।"


৩.রামফোর্ড, "ময়দা হচ্ছে ময়দা সুন্দরীর বাহ্যিক অবস্থা যা ঐ সুন্দরীর প্রতি কোন সচেতন ছেলের আগ্রহ ব্যাস্তানুপাতে এবং অচেতন ছেলের আগ্রহ সামানুপাতে পরিবর্তন করে।"


৪.হাইগেন, "ময়দা এমন একটি পদার্থ যা ময়দা সুন্দরীর সৌন্দর্যের জন্য অপরিহার্য এবং যার.স্থিতিস্থাপকতা কম কিন্তু ঘনত্ব খুবই বেশী।"


৫.ফ্যারাডে, "ময়দা বিশ্লেষনের মাধ্যমে কোন কালো চামড়ার উপর ময়দার প্রলেপ সৃষ্টি করাকে ময়দা প্লেটিং বলে।