লোক : নতুন বাবুটা এত কান্না করছে কেন?
চার বছরের শিশু : কেন কাঁদবে না? আপনার যদি দাঁত না থাকত, চুল না থাকত, পা থাকতেও হাঁটতে না পারতেন, তাহলে আপনি তো ওর চেয়ে ১০ গুণ জোরে কাঁদতেন।
মা : বাবু, তোমার চুলগুলো তো অনেক বড় হয়ে গেছে। চুলগুলো কেটে ফেলা দরকার।
অন্তু : চুল কাটতে হবে না। তার চেয়ে বরং তুমি আমার চুলে বেশি বেশি পানি ঢালা বন্ধ করো। চুল আর বাড়বে না।
ছেলে : রিপোর্ট কার্ডে সই না করে টিপসই দিলে কেন বাবা?
বাবা : পরীক্ষায় যা নম্বর পেয়েছ, আমি চাই না তোমার ক্লাসটিচার জানুক যে তোমার বাড়িতে শিক্ষিত লোকজন আছে।
ছোট্ট পল্টু : জানো মা, গতকাল রাতে স্বপ্নে আমি আমার হোমওয়ার্ক সব শেষ করে ফেলেছি।
মা : স্বপ্নের হোমওয়ার্ক টিচারকে দেখাবি কিভাবে?
ছোট্ট পল্টু : টিচারকে দেখিয়েছি তো। আমার স্বপ্নে টিচারও ছিলেন!
প্রথম অতিথি পাখি : প্রতিবছর প্রায় ছয় মাস বাংলাদেশে থাকার পরও আমরা অতিথি পাখিই রয়ে গেলাম, আফসোস!
দ্বিতীয় অতিথি পাখি : ভাবছি, এইবার বাংলাদেশে একটা বিয়ে করে সেই অপবাদটা ঘুচাব।
মা : পৃথিবী নিজ অক্ষের ওপর একবার ঘুরতে সময় নেয় ২৪ ঘণ্টা।
শিশু : এত্ত সময় নেয়! পৃথিবী নিজেকে এখনো আপগ্রেড করছে না কেন?
শিশু : জানো মা! হাতির দুধ খেয়ে একটা বাচ্চার এক সপ্তাহে কুড়ি পাউন্ড ওজন বেড়ে গেছে।
মা : অ্যাঁ! বলিস কী রে? তা, ওটা কার বাচ্চা রে?
শিশু : হাতিটারই।