একদা ভাইভা বোর্ডে একটি ছেলে আর একটি মেয়ে।

মজার সবকিছু April 18, 2016 1,180

ভাইভা বোর্ডে যখন একটি মেয়ে থাকে তখন—


প্রশ্নকর্তাঃ আপনার নাম কি?

মেয়েঃ মরিয়ম বেগম ।

প্রশ্নকর্তাঃ আপনার ফেসবুক আইডির নাম কি?

মেয়েঃ এঞ্জেল মারিয়া ।

প্রশ্নকর্তাঃ আপনি কোন অপারেটরের সিম ব্যবহার করেন?

মেয়েঃ এয়ারটেল ।

প্রশ্নকর্তাঃ আপনার নাম্বারটা কি এখানে দেয়া যাবে?

মেয়েঃ অবশ্যই । ০১৬...।

প্রশ্নকর্তাঃ ওকে; আপনি পাশ।আপনাকে

অভিনন্দন !

মেয়েঃ ধন্যবাদ স্যার ।


আর ভাইভা বোর্ডে যখন একটি ছেলে থাকে তখন—


প্রশ্নকর্তাঃ উইলিয়াম শেক্সপিয়ারের বেয়াইয়ের নাম কি?

ছেলেঃ জানি না স্যার ।

প্রশ্নকর্তাঃ ফেসবুকর প্রতিষ্ঠাতার পাসওয়ার্ড কী?

ছেলেঃ বলতে পারবো না স্যার ।

প্রশ্নকর্তাঃ এয়ারটেল অফিসের সুইপার কোন মডেলের ফোন ব্যবহার করে?

ছেলেটিঃ জানা নেই স্যার ।

প্রশ্নকর্তাঃ বারাক ওবামার বউয়ের ফোন নাম্বারটা কি দিতে পারবেন?

ছেলেঃ পারবো না স্যার ।

প্রশ্নকর্তাঃ আপনি তো কিছুই পারেন না! আপনি ফেল। যান; রাস্তা মাপেন !

ছেলেঃ ওকে স্যার।


আপনাদের কাছে আমার প্রশ্ন, "সমান অধিকারের আসলে সঙ্গা কি?"