যেকোনও সময় পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে ধুমকেতু৷ আর তার জেরে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর৷ এহেন একটি পূর্বাভাস ইতিমধ্যেই ছিল৷ আগামী শনিবার সেই ধুমকেতুটিই পৃথিবীর খুব কাছে আসতে চলেছে৷ আবারও এমনই এক ভয়াবহ বার্তার আভাস দিলেন নাসা বিজ্ঞানীরা৷
নাসা বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ২০২২সাল অবধি যেকোনও মুহূর্তে এই ধুমকেতুটি আছড়ে পড়তে পারে পৃথিবীর উপর৷ এই বিশেষ ধুমকেতুটির নাম ৪৪১৯৮৭(২০১০ NY65)৷ এই ধুমকেতুটির ব্যাস ২৩০মিটার৷ এই ধুমকেতুটি ইতিমধ্যেই পৃথিবী থেকে মাত্র ৩মিলিয়ন কিমি দূরে অবস্থিত৷ যেকোনও মুহূর্তে পৃথিবীর উপর আছড়ে পড়তে চলেছে এই ধুমকেতুটি৷ গত ২০১০-র জুলাইয়ে এই ধুমকেতুটির আবিষ্কার করেন নাসা বিজ্ঞানীরা৷
কুইনস বিশ্ববিদ্যালয়ের অ্যালান ফিটজসিমোনস জানিয়েছেন, আগামী ৩০ জুন ধুমকেতু দিবস৷ তবে, এই দিনটি কেন ধুমকেতু দিবস হিসেবে পরিচিত সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ১৯০৮সালের একটি ঘটনা তুলে ধরেছেন৷ সাইবেরিয়ার টুংস্কাতে একটি ধুমকেতু এসে আছড়ে পরে আর এর জেরে টুংস্কার প্রায় ২০০০স্কোয়ার কিমি ধ্বংস হয়ে গিয়েছিল৷ এই বিষয়টি নিয়েই আগামী ৩০জুন লুক্সেমবার্গে একটি প্রেসেন্টেশন দেবেন ফিটজসিমোনস৷
তিনি আরও জানিয়েছেন, যে নয়া এই ধুমকেতুটি পৃথিবীর উপর আছড়ে পড়তে নাও পারে৷ কারণ মহাকাশচারীরা জানিয়েছেন, মহাকাশ থেকে প্রায়ই দেখা যায় পৃথিবীর চারপাশে ঘুরে বেরাচ্ছে অনেক ধুমকেতু৷ কিন্তু এই সমস্ত ধুমকেতুগুলির ফলে পৃথিবীতে কোনও ক্ষতি হচ্ছেনা৷