গেইলকে থামানোর উপায়

মজার সবকিছু April 18, 2016 990
গেইলকে থামানোর উপায়

এখন ক্রিকেট-দুনিয়ার সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যানদের মধ্যে ক্রিস গেইল আছেন ওপরের দিকে। গেইল দাঁড়িয়ে গেলে যে–কেউ নাকানিচুবানি খেতে বাধ্য।


তাই গেইলকে থামানোর জন্য কী করা যেতে পারে? দেখুন এবার। (ভুলেও এই উপায়গুলো আইসিসির হাতে তুলে দেবেন না! বেচারা গেইলের ক্যারিয়ার শেষ হয়ে যাবে!)


* আইন করা যেতে পারে—এক ইনিংসে তিনটির বেশি ছক্কা মারা যাবে না। মারলেই আউট।


* স্ট্রাইক রেট ২০০ হয়ে গেলে জরিমানার ব্যবস্থা করা যেতে পারে।


* বলের আকার ছোট করে মারবেল আকৃতিতে নিয়ে আসা যায়।


* আলোর বেগে বল করানোর যন্ত্র আবিষ্কার করে তা দিয়ে গেইলের বিপক্ষে বল করাতে পারলে কাজে দেবে।


* গেইলের জন্য মাঠের সীমানা গ্যালারি পর্যন্ত নির্ধারণ করা যায়। বল গ্যালারির বাইরে গেলে তবেই সেটা ছক্কা হবে। গ্যালারির দর্শক ক্যাচ ধরলে সেটাও আউট বলে বিবেচিত করা যায়।


* বাংলাদেশের স্কুলগুলোয় এখন অনেক বেত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। গেইলের হাত থেকে ব্যাট সরিয়ে তার বদলে এই বেতগুলো ধরিয়ে দেওয়া যেতে পারে। তিনি ব্যাটিং করবেন বেত দিয়েই।


* যদি কোনোভাবেই কাজ না হয়, তাহলে ‘গেইল পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক ক্রিকেটার এবং তাঁকে সংরক্ষণ করা উচিত’—এই যুক্তিতে তাঁকে একটা মমির ভেতরে ঢুকিয়ে আইসিসির জাদুঘরে রেখে দেওয়া যেতে পারে।