মেয়ের চক্করে পড়েছিস

ছেলে ও মা কৌতুক June 22, 2017 2,293
মেয়ের চক্করে পড়েছিস

ছেলে : মা, লাভ ম্যারেজ করলে বাড়ির লোকেরা অমত করে কেন?


মা : মানে? তুই নিশ্চয়ই কোনো মেয়ের চক্করে পড়েছিস। আর এই কথাগুলো ওই ডাইনিটাই তোকে বলেছে তাই না?ডাইনিগুলো তো সবসময় ছেলে ফাঁসানোর জন্যে লেগে থাকে। একটা ভালো ছেলে দেখলেই হয়েছে। বাবা, তুই এদের থেকে সাবধানে থাকিস। এই মেয়েগুলো খুব বাজে আর বেহায়া হয়।


ছেলে : ওফ... তুমি থামো মা। এরকম কোনো ব্যাপার নেই। বাবা বলছিল যে তোমাদের দু’জনের না কি লাভ ম্যারেজ হয়েছিল।