বিছানা ভিজে গেছে

পাঁচমিশালী কৌতুক June 22, 2017 1,582
বিছানা ভিজে গেছে

দুই পিচ্চির মধ্যে কথা হচ্ছে-


১ম পিচ্চি : জানিস, কাল রাতে স্বপ্নে দেখি আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি। পরে এক বাসায় আগুন নিভাইতাছি!


২য় পিচ্চি : দারুণ তো! তারপর কী হল দোস্ত?


১ম পিচ্চি : কী আর হবে? ঘুম থেকে উঠে দেখি কাজ শেষ!


২য় পিচ্চি : কেন রে, কী হইছিল?


১ম পিচ্চি : আর বলিস না, দেখি বিছানা ভিজে গেছে...