চাকরি খুঁজতে এখন আর জব সাইটে যেতে হবে না। গুগল সার্চ ইঞ্জিনেই এখন থেকে চাকরির বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যাবে। আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে এ সেবা চালু করছে গুগল।
পরে অন্য দেশেও চালু হতে পারে। পুরো ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন চাকরির তথ্য সার্চ ফল হিসেবে দেখা যাবে।
চাকরির তথ্য দেখানোর পাশাপাশি চাকরিদাতা সম্পর্কে বর্তমান ও সাবেক কর্মীদের দেওয়া রেটিং দেখাবে গুগল।
পাশাপাশি চাকরি সন্ধানকারীকে প্রতিষ্ঠানের দূরত্বও দেখাবে। সার্চে চাকরি খোঁজার এ সুবিধা দিতে লিঙ্কডইন, মনস্টার, ওয়ে আপ, ডাইরেক্ট এমপ্লয়ার্স, ক্যারিয়ার বিল্ডার, গ্লাসডোর ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে গুগল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, হিন্দুস্তান টাইমস।