পৃথিবীর ন্যায় ১০ গ্রহের সন্ধান পেল নাসা, থাকতে পারে প্রাণ

বিজ্ঞান জগৎ June 20, 2017 1,194
পৃথিবীর ন্যায় ১০ গ্রহের সন্ধান পেল নাসা, থাকতে পারে প্রাণ

আমাদের সৌরজগতের বাইরে আরও ১০টি নয়া গ্রহের অস্তিত্ব খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ তাদের টেলিস্কোপে ধরা পড়েছে এই ১০ টি গ্রহ৷ যেখানে থাকতে পারে প্রাণের অস্তিত্ব৷ নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাণ সৃষ্টি হতে গেলে যে পরিবেশের প্রয়োজন তা রয়েছে এই গ্রহ গুলিতে৷


মহাকাশে অন্য গ্রহের অস্তিত্ব সম্পর্কে বহুদিন ধরেই খোঁজ চালাচ্ছিল নাসার কেপলার টেলিস্কোপ৷ অভিযান শেষে সোমবার নাসার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই টেলিস্কোপেই ধরা পড়েছে ৪৯ টি নয়া গ্রহ৷ যাদের মদ্যে ১০টি রয়েছে প্রাণ সঞ্চার হওয়ার মতো পরিবেশ৷


এই বিষয়ে গবেষণা চালান বিজ্ঞানী মারিও পেরেৎ জানিয়েছেন, সম্ভবত আমরা একা নেই৷ কারণ চার বছর ধরে খোঁজ চালিয়ে পৃথিবীর মতো আরও কিছু গ্রহের খোঁজ পাওয়া গিয়েছে৷ -কলকাতা২৪