কেন মাতাল হবো

পাঁচমিশালী কৌতুক June 18, 2017 1,261
কেন মাতাল হবো

একবার এক বদ জ্বীনের মদ খাওয়ার খুব ইচ্ছা হলো। কিন্তু সে তো জ্বীন; মদ কিভাবে খাবে? তাই সে মানুষের রূপ নিয়ে গেলো এক বারে মদ খেতে। সেখানে গিয়ে সে বোতলের পর বোতল মদ গিলতে লাগলো। তখন এক ওয়েটার এসে জিজ্ঞেস করলো. . .


ওয়েটার : আপনি এতো মদ পান করছেন? আপনি মাতাল হন না?


জ্বীন : আমি কেন মাতাল হবো? আমি তো জ্বীন।


ওয়েটার : শালা, পুরা মাতাল হইয়া গেছে।