আজ বিশ্ব বাবা দিবস। বাবাদের কাছ থেকে বিভিন্ন বয়সে আমরা নানা কথাবার্তা শুনে থাকি। ঘুরেফিরে প্রায় সব বাবার সন্তানকে নিয়ে একই কথা থাকে। প্রিয় পাঠক, আসুন দেখে নিই সন্তানদের নিয়ে বাবাদের কিছু উক্তি।
১. বুঝলি, তোর বয়সে থাকতে আমি হেঁটে হেঁটে স্কুলে যেতাম।
২. সারা দিন কোথায় থাকিস? যা পড়তে বস।
৩. তুই মখলেসের ছেলের সঙ্গে কী করিস? তোরে না বলছি ওর সাথে চলবি না?
৪. এই, টাকা কি গাছে ধরে?
৫. কথা কি কানে যায় না? থাপ্পড় দিয়ে কান লাল করে দেবো।
৬. আবুল পারে, তুই পারিস না ক্যান? তুই কি ভাত খাস না?
৭. তোরে দিয়া কিচ্ছু হবে না! যা ভাগ এখান থেকে।
৮. এইবার যদি খারাপ রেজাল্ট করিস, তাইলে দুইটা গরু কিনে দেবো। হাল চাষ করতে হবে।
৯. আমার বাসায় থাকতে হলে আমার কথামতো চলতে হবে।
১০. খালি ফেসবুক ঘাঁটলে কি দিন চলবে?