তিন কলেজ জীবনের বান্ধবী গল্প করছে-
১ম জন : জানিস, আমার মা এত মোটা যে, ট্যাক্সির পেছনে বসলে ভ্যানিটি ব্যাগটা রাখারও জায়গা থাকে না।
২য় জন : এ আর এমন কী! আমার মা তার চেয়েও মোটা। রোজ মর্নিং ওয়াকে যান হাই হিল জুতো পরে, ফিরে আসেন ফ্ল্যাট হিল করে।
৩য় জন : তাহলে আমার মা তোদের মাদের হারিয়ে দেবে। মায়ের লাল চুড়িদারটা কাচবার জন্য লন্ড্রিতে নিয়ে গেছি। তখন দোকানদার বলল, এখানে সার্কাসের তাঁবু কাচা হয় না।