ইংরেজি শিক্ষার আসর - ২২তম পর্ব

অনলাইনে পড়াশোনা June 12, 2017 2,132
ইংরেজি শিক্ষার আসর - ২২তম পর্ব

✪ Don’t be afraid – ভয় পেয়ো না।


✪ Don’t give up – (চেষ্টা) ছেড়ে দিওনা।


✪ Don’t worry about this – এ ব্যাপারে চিন্তা করোনা।


✪ Don’t break the rules – নিয়ম ভেঙ্গো না।


✪ Don’t tell me lie – আমাকে মিথ্যা বলোনা।


✪ Don’t lose my number – আমার নাম্বারটি হারিয়ে ফেলো না।


✪ Don’t argue with fools – বোকাদের সাথে তর্ক করোনা।


✪ Don’t forget your manners – তোমার আচরণের কথা ভুলো না।


✪ Don’t make me laugh – আমাকে হাসিও না।


✪ Don’t break my heart – আমার হৃদয় ভেঙ্গো না।


✪ Don’t waste your time – তোমার সময় নষ্ট করোনা।


✪ Don’t excess talk to strangers – অপরিচিত লোকের সাথে অতিরিক্ত কথা বলোনা।