পেছনে গিয়া সিরিয়াল দেন

পাঁচমিশালী কৌতুক June 12, 2017 1,270
পেছনে গিয়া সিরিয়াল দেন

একবার এক মহিলা মারা গেছেন। লাশ নিয়ে যাচ্ছেন তার স্বামী। স্বামীর পেছনে একটি কুকুর, এর পিছনে কয়েক হাজার লোক। এক লোক এসে স্বামীকে জিজ্ঞাসা করলো–


লোক : কি হইছে ভাই, এত লোকজন কেন?


স্বামী : আমার বউ মারা গেছে।


লোক : সরি, তো কিভাবে মারা গেল?


স্বামী : ওই যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এর কামড়ে।


লোক : ভাই আমারে একটু ধার দিবেন আপনার কুকুরটা।


স্বামী : ঠিক আছে, তাইলে লাইনের পেছনে গিয়া সিরিয়াল দেন।