আজ থেকে তোমার খেলা বন্ধ, কোনো কারণ ছাড়া বাইরে যেতে পারবে না!
এই রে, পাশের
বাসার সইদুলকে যে কালকে পিটুনি দিলাম সেই কথা নিশ্চয়ই জেনে ফেলেছে...
বাবা, বিকালে খেলতে যাবি না? যাওয়ার আগে কিছু খেয়ে যাস...
আজ নিশ্চয়ই কোনো কাজ করতে হবে, নইলে এমনভাবে বলত না...
অমুক এর ছেলে এটা করছে, তমুকের ছেলে এটা পাইছে। আর তুই কি পাইছিস?
আমি পাইলে তো অমুকের ছেলেই হয়ে যেতাম, পাই নাই বলেই আমি তো তোমার ছেলে!
আচ্ছা ফেসবুক
কিভাবে চালায় বল তো?
একটু শেখাবি?
খাইছে রে, আমার প্রোফাইল চেক করার জন্যই নিশ্চয় এমন ষড়যন্ত্র...
তোর কলেজের, স্কুলের কোচিংয়ের স্যারদের নাম্বার এনে দিবি। স্যারদের সঙ্গে যোগাযোগ রাখা দরকার...
সর্বনাশ!
কতগুলা পরীক্ষায় যে ফেল করছি আর কত ক্লাস বাংক দিছি, সব তথ্য আজই ফাঁস হয়ে যাবে!
পড়ালেখা নেই, সারাদিন খালি মোবাইল আর মোবাইল। আছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেলব একদিন...
এই রে, কুলসুমের সঙ্গে রাতে কথা বলতে শুনে ফেলছে মনে হয়...