১০৭ স্ত্রী আর ১৩০ সন্তানের জনক ‘বাবা মাসাবা’!

ভয়ানক অন্যরকম খবর June 10, 2017 1,581
১০৭ স্ত্রী আর ১৩০ সন্তানের জনক ‘বাবা মাসাবা’!

একটি প্রবাদ প্রায়ই শোনা যায়... পুরুষ মানুষ বাঘের জাত। তবে পুরুষরা সত্যিই কোনো অন্য প্রজাতির কিনা সেই তর্কে না গিয়ে আপনাদের পরিচয় করিয়ে দিই এমন এক ব্যক্তির সঙ্গে যাঁর সাহসের তারিফ না করে থাকা যায় না। এখন যেখানে একটি মাত্র সন্তানকে বড় করে তোলার ভাবনায় মা-বাবার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়, সেখানে বেলো মাসাবা জন্ম দিয়েছেন ১৩০ জন সন্তানের।


৯৩ বছরের বেলো মাসাবা জনপ্রিয় 'বাবা মাসাবা' নামেই। এখনও পর্যন্ত তিনি ১০৭টি বিয়ে করেছেন। প্রত্যেক স্ত্রী এবং ১৩০ জন সন্তানকে নিয়ে তিনি একই বাড়িতে বাস করেন।


নাইজেরিয়ার এই মৌলভী এমনই এক বহুগামী পুরুষ যিনি বিশ্বাস করেন, ঈশ্বর তাঁকে সেই বিশেষ ক্ষমতা দিয়েছেন যা তাঁকে ১০৭ জন স্ত্রী এবং ১৩০ জন সন্তানের দায়িত্ব পালন করতে সাহায্য করে। ২০১৭ সালের শুরুর দিকে মারা গিয়েছেন এই ব্যক্তি। কিন্তু উত্তরসূরি হিসেবে রেখে গিয়েছেন ১৩০ জন সন্তান এবং বেশ কয়েক জন অন্তঃসত্ত্বা স্ত্রী।