বাবুল খুব অসুস্থ। চিকিৎসক বাবুলকে চেক-আপ করে বাবুলের বউকে বাইরে ডেকে নিয়ে বলল—
চিকিৎসক : ওনার হার্টের অবস্থা ভালো নয়। ওনাকে প্রতিদিন ভালো-ভালো খাবার রান্না করে খাওয়াবেন। ওনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা-পয়সা চেয়ে বিরক্ত করবেন না। বাসায় কোনো টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ৬ মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন।
চিকিৎসক চলে গেলে বাবুল তার বউয়ের কাছে জানতে চাইল-
বাবুল : ডাক্তার কী বলেছে?
স্ত্রী : তোমার বাঁচার আর কোন আশাই নেই গো।