বিবাহিত জীবনের মেয়াদ‌ ২০ দিন আর ডিভোর্স পেতে লেগে গেল ১৯ বছর!

সাধারন অন্যরকম খবর June 8, 2017 1,042
বিবাহিত জীবনের মেয়াদ‌ ২০ দিন আর ডিভোর্স পেতে লেগে গেল ১৯ বছর!

বিবাহিত জীবনের মেয়াদ‌ ২০ দিন। কিন্তু ডিভোর্স পেতে লেগে গেল ১৯ বছর!‌ এমনটাই ঘটেছে থিরুমূর্তি রামকৃষ্ণন এবং শুভাসিনী বালার সঙ্গে। খবরের কাগজে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দেখে ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন থিরুমূর্তি রামকৃষ্ণন এবং শুভাসিনী বালা। বর্তমানে তাদের বয়স যথাক্রমে ৫৩ এবং ৪৯।


বিয়ের পরেই অফিসের তহবিল চুরির অভিযোগে শুভাসিনীকে গ্রেফতার করে পুলিশ। তারই জেরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় রামকৃষ্ণনকেও। সেই সময় ২৯ এ পা দেয়া ওই মহিলাকে বিচারের জন্য ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে আসা হয়। সেই সময় বিরক্ত হয়ে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন রামকৃষ্ণন।


তার দাবি, এই ঘটনা তার মধ্যে তীব্র দৈহিক এবং মানসিক যন্ত্রণার সৃষ্টি করেছিল। বন্ধুদের কাছে তিনি হাসির পাত্র হয়ে উঠেছিলেন। তার সব সময় মনে হতো, এই বুঝি পুলিশ তাকে ডেকে পাঠাবে। তাই তিনি স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চান। যদিও শুভাসিনী বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিল।


স্বামী শুধুমাত্র তাকে কঠিন পরিস্থিতিতে ছেড়ে গিয়েছিলেন। বিচারকের মন্তব্য, ‘সময় নিয়ে সুষ্ঠু বিচারের চেষ্টা করা হয়েছিল। তাই এত দেরি হলো।’‌