স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চাইলে

মোবাইল টিপস June 6, 2017 1,998
স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চাইলে

বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে ফিচার জনিত কারণে চার্জ কম থাকে। স্মার্টফোন ব্যবহারকারীরা ফোন কেনার সময় অন্য ফিচারগুলোর সাথে ব্যাটারীতে কী পরিমান চার্জ থাকে তাও যাচাই করেন।


স্মার্টফোনে চার্জ একটু বিশি থাকলে ব্যবহারকারীরা বেশ উপকৃত হবেন। চার্জজনিত কারণেই হাজারো সুবিধা থাকলেও স্মার্টফোন নিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। তবে একটু কৌশলী হলে অনেক সময় এ ঝামেলা এড়ানো সম্ভব।


স্মার্টফোনের চার্জ অধিক সময় ধরে রাখার কিছু কৌশল হলো- আপনার স্মার্টফোনটির ডিসপ্লের আলো সব সময় কমিয়ে রাখতে চেষ্টা করুন। অতিরিক্ত উজ্জ্বলতা অধিক পরিমানের ব্যাটারি খরচ করে। প্রয়োজন ব্যাতীত ওয়ারলেস সংযোগ বন্ধ রাখুন। ই-মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরণের নোটিফিকেশন বন্ধ রাখুন।


মোবাইলে কল ও টেক্সট গ্রহণ করা যায় -এমন অবস্থায় রেখে সব সময় লক করে রাখুন। স্মার্টফোনের ব্যাটারির চার্জ সবচেয়ে বেশি ক্ষয় হয় যখন ভিডিও দেখা হয় তাই বাইরে থাকলে ভিডিও যত কম দেখা যায় ততোই ভালো। মনে রাখবেন অনেকগুলো কাজ একসঙ্গে করলে চার্জ বেশি প্রয়োজন হয়।