পল্টু এক রেস্তোরাঁ বারে গিয়ে চেঁচিয়ে বলল-
পল্টু : আমাকে হাফ চিকেন কষা আর ২টা তন্দুরি দাও। আর এখানে যে যে আছে সবাইকে মাটন দিয়ে দাও। কেননা, আমি চাই আমি যখন খাবো, তখন সবাই যেন খায়।
কিছুক্ষণ পর পল্টু আবার চেঁচিয়ে বলল-
পল্টু : আমাকে একটা কোক দাও, আর সবাইকে একটা করে বিয়ারের বোতল দাও। কেননা আমি চাই, আমি যখন ড্রিংক করবো, তখন সবাই যেন ড্রিংক করে।
বারে উপস্থিত সবাই খুব খুশি হলো, তারা পল্টুর প্রশংসা করতে লাগলো। কোক খাওয়ার পর পল্টু আবার চেঁচিয়ে বলল-
পল্টু : আমাকে আমার বিল দাও, আর এখানে যে যে আছে, সবাইকে তাদের বিল দিয়ে দাও। কেননা আমি চাই, আমি যখন বিল দেবো, তখন সবাই যেন তাদের বিল দেয়।
এরপর রাত ১০টায় পল্টুর জানাজা অনুষ্ঠিত হয়।