পুরুষাঙ্গের জোর দেখিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। গোপনাঙ্গ দিয়ে টেনেছিলেন একসঙ্গে সাতটি গাড়ি। নিজের সেই রেকর্ড ভেঙে ফের নতুন নজির স্থাপন করলেন চিনের কুং ফু মাস্টার ইয়ে ওয়েই। এবার তিনি তার যৌনাঙ্গ দিয়ে হিড়হিড় করে টেনে আনলেন বিশাল এক হেলিকপ্টার।
কয়েকশো লোক দাঁড়িয়ে বিস্ময়ে দেখেছেন সেই দৃশ্য। সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে বাঁধা দড়ির অপর অংশটি বাঁধা ইয়ের যৌনাঙ্গের সঙ্গে। এইভাবে ৮ মিটার হেলিকপ্টারটি টেনে আনার টার্গেট নিয়েছিলেন।
নিজের সেই টার্গেট ভেঙে ১০ মিটার অর্থাৎ ৩২ ফিট এগিয়ে চললো হেলিকপ্টার। সঙ্গে সঙ্গে বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট ইয়ের হাতে তুলে দেন ওয়ার্ল্ড রেকর্ড একাডেমির প্রতিনিধিরা।
এই সাফল্য পাওয়ার পর কুং ফু মাস্টার বললেন, 'শুরুতে কেন এতটা নার্ভাস ও অনিশ্চিত হয়ে পড়েছিলাম, তা বুঝতে পারলাম না। তবে কিছুক্ষণের মধ্যেই আমি প্রয়োজনীয় এনার্জি সঞ্চয় করে ফেলি। আমি এই অভ্যাস চালিয়ে যাবো যাতে ভবিষ্যতে নতুন রেকর্ড গড়তে পারি। -এইসময়