প্লাস্টিকের বোতল উগরে দিলো সাপ

সাধারন অন্যরকম খবর June 4, 2017 971
প্লাস্টিকের বোতল উগরে দিলো সাপ

ভারতের গোয়ার কভরেম গ্রামের একটি ঘরে ঢুকেছিল সাপটি। এরপর খবর দেওয়া হয় বনকর্মীকে। সেখান থেকে সাপটি উদ্ধার করা হয়।


এরপর যা হলো সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল। সাপটিকে প্লাস্টিকের বোতল উগরে দিতে দেখা যায়।


বাড়িতে সাপ ঢুকে যাওয়ার খবর পেয়ে যেখানে যান গৌতম ভগত নামে এক বনকর্মী। ঘর থেকে সাপটিকে বের করতেই একটি বোতল উগরে দিতে দেথা যায় সাপটিকে। যা ভিডিও করে রাখেন ওই ব্যক্তি। এখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল।


ভগত বলেন, প্রথমে সাপটিকে দেখে মনে হলো সে কোনও প্রাণীকে খেয়ে ফেলেছে। কিন্তু সাপটিকে উদ্ধারের পর তাকে বোতল উগরে দিতে দেখা যায়। এটা দেখার পর সকলেই চমকে ওঠে।