চিকেন বল ছোট-বড় সবারই খুব প্রিয়। সারা দিন রোজা রাখার পর ইফতারে চিকেন বল খেলে শরীরে প্রোটিনের চাহিদাও পূরণ হয়। জেনে নিন ইফতারের ব্যস্ততাতেও ঝটপট চিকেন বল তৈরির সহজ রেসিপিটি।
▶উপকরণ
মুরগির মাংসের কিমা ১ কেজি
ধনে গুঁড়া ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১/২ কাপ
কাপ টমেটো সস ১/৪
পেঁয়াজ কুচি ৪টি
লেবুর রস ২ টেবিল চামচ
এক কাপ বিস্কুটের গুঁড়া
লবণ
তেল ভাজার জন্য
▶প্রস্তুত প্রণালী
⚫মুরগির কিমার সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
⚫অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন।
⚫বল তৈরি করার আগে হাত ভিজিয়ে নিলে হাতে আটকাবে না।
⚫ফ্রাইপ্যানে তেল গরম করে নিন।
⚫গরম তেলে চিকেন বল দিয়ে অল্প আঁচে বাদামী রঙ করে ভেজে নিন।
⚫সস দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন বল।