বাবা সন্তানকে প্রতিদিন দুই লাখ টাকা পকেট মানি দিলে কে কী করতেন?

মজার সবকিছু June 4, 2017 1,699
বাবা সন্তানকে প্রতিদিন দুই লাখ টাকা পকেট মানি দিলে কে কী করতেন?

▶ কৃপণ সন্তান


তিনি খুব অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যেতেন এবং এভাবে চলতে থাকলে তিনি একদিন হয়ে যেতেন বাংলাদেশের এমনকি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন।


▶ বখাটে সন্তান


তিনি এলাকার বখাটেদের গুরু হিসেবে বিবেচিত হতেন। তার টাকার ঝনঝনানিতে এলাকার মা-বোনেরা স্বস্তিতে চলাফেরা করতে পারতেন না। এজন্য তিনি খুব সহজেই এলাকার খলনায়ক উপাধিতে ভূষিত হতেন।


▶ উচ্চাভিলাষী সন্তান


বন্ধু, আড্ডা, ডিজে পার্টি, বিদেশ, মাস্তি আর টুট টুট টুট এটাই হতো তার নিত্যদিনের কাজ। তিনি দেশের নামিদামি পাঁচ তারকা হোটেলগুলোতে হরহামেশায় পার্টি করতেন এবং নিজের জীবনের পাশাপাশি অনেকের জীবন নষ্ট করতেন।