জানা অজানা মজার তথ্য - ২০তম পর্ব

জানা অজানা June 2, 2017 1,453
জানা অজানা মজার তথ্য - ২০তম পর্ব

১/ আপনি কি জানেন? পাখিদের কখনোই কোনো ঘাম হয় না, এমনকি শত পরিশ্রমেও নয় ৷

.

২/ জলহস্তী জলে ডুবে থাকা অবস্থাতেও দেখতে শুনতে ও নিশ্বাস গ্রহন ও ত্যাগ করতে পারে ৷

.

৩/ শামুকের দেহে শব্দ উৎপাদনকারী কোন অঙ্গ থাকে না বলে এরা কোন শব্দ তেরি করতে পারে না ৷

.

৪/ সাগরে বসবাসকারী সাপের লেজ বৈঠার মতো চ্যাপ্টা থাকে, যেনো এরা খুব সহজেই চলাফেরা করতে পারে ৷

.

৫/ রেগে গেলে গাধা পেছনের পা দুটো শুন্যে তুলে শত্রুকে লাথি মারে, সাবধান আপনি শত্রু হতে যাবেন না, তাছাড়া গাধার শত্রু হয়েই বা কি লাভ।

.

৬/ শিশুর কান্নায় চোখে কোন অশ্রু সৃষ্টি হয় না, কারন তখনো চোখে অশ্রু সৃষ্টিকারী কোষ বা গ্রন্থিসমুহ তেমনভাবে গঠিত হয়নি।

.

৭/ জন্মগ্রহনের কতদিন পর একটি শিশুর দাত উঠে সবাই বলতে পারবেন তাই না,কিন্তু অবাক করার বিষয় প্রতি ২০০০ জন শিশুর মধ্যে ০১ জন দাত সহ জন্ম নেয়।

.

৮/ বিশ্বের সব মহাদেশের নামের আদ্যাক্ষর এবং শেষ অক্ষর একই AsiA. EuropE. AustraliA. AmericA. AntacticA.

.

৯/ পাইন ট্রি গাছের শিকড় ত্রিশ মাইল পর্যন্ত লম্বা হতে পারে !!!

.

১০/ হাতি নিজের শুড়ে প্রায় দুই গ্যালনের মতো পানি ধরে রাখতে পারে।

.

১১/ জলহস্তি দম বন্ধ করে ৩০ মিনিট থাকতে পারে।

.

১২/ পিপড়া নিজের ওজনের চেয়েও ৯ গুন বেশি ওজন বহন করতে পারে।

.

১৩/ ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায় আর পিপড়া কখনো ঘুমায় না।

.

১৪/ বর্ণহীন রক্ত প্রাণী তেলাপোকা।

.

১৫/ মাথা ছাড়া তেলাপোকা ৯ দিন বাঁচতে পারে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট