তুমি ‘কেন’ খেলো?

খেলাধূলা কৌতুক June 1, 2017 3,898
তুমি ‘কেন’ খেলো?

বারবার খারাপ খেলে ভীষণ মুষড়ে পড়েছেন একজন ব্যাটসম্যান। ক্লাব কর্মকর্তা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন-


কর্মকর্তা : তুমি যখনই ব্যাট করতে নামো, আমি অবাক হয়ে তোমাকে দেখি। বিশ্বাস করো!


খেলোয়াড় : জানি। আপনি নিশ্চয়ই ভাবেন, আমি কেমন করে খেলি।


কর্মকর্তা : না। আমি ভাবি, তুমি ‘কেন’ খেলো?