প্রবাদে আছে, বিপদে পড়লে বাঘে-মহিষেও একঘাটে পানি খায়! ঠিক এই ছবিটিও এমন কথা বলছে। মঙ্গলবার সকালে তেমনি এক ঘটনা ঘটলো কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
ঘূর্ণিঝড় 'মোরা'তে যখন বিধ্বস্ত বাড়ি-ঘর। তখন মানুষগুলো আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটছে। যে যার মতো নিরাপদে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সে সময় ঘটলো এই ঘটনা!
চারদিকের এই বিপদের মধ্যে তখন একটি হাঁসের বাচ্চা পেল নিরাপদ আশ্রয়স্থল। সেই আশ্রয়স্থলটি আর কেউ নয়। সেটি হলো- বিড়াল মাসি। বিড়ালটি বুকের মধ্যে নিজের বাচ্চা'র মতো আগলে রেখেছে হাঁসের বাচ্চাটিকে। এটি বিশ্বাস অযোগ্য হলেও বিষয়টি সত্য।
এক ফেসবুক ব্যবহারকারী এই ছবি পোস্ট করে লিখেছেন, কিছু কিছু ছবির ক্যাপশন দেয়াটা খুবই কঠিন। তার মাঝে এটা একটা। ঘূর্নীঝড় মোরা'র কবলে যখন বাংলাদেশ। প্রানভয়ে মানুষজন চারিদিকে ছুটাছুটি করতেছিলো। ঠিক তখনি একটি বিড়ালের কোলে আরেকটি হাসের বাচ্চা এভাবেই আশ্রয় নিয়েছিলো। ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাতে।
তবে এই ছবিটার সত্যতা যাচাই করা আমাদের পক্ষ্যে সম্ভব হয়নি।