পবিত্র রমজান মাসে সম্প্রীতির নজির গড়ল ভারতের একটি কারাগারের বন্দিরা। মুসলমানদের রোজা রাখতে দেখে অনুপ্রাণিত হয়ে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। ভারতের মুজফফরনগরের জেল দেখা যাচ্ছে এমন বিরল দৃশ্য।
জেল সুপারিন্টেন্ডেন্ট রাকেশ সিং জানিয়েছেন, ওই জেলে মোট ১,১৭৪ জন মুসলিম বন্দি রয়েছেন। আর হিন্দু বন্দির সংখ্যা ৩২। মুসলিম বন্দিদের সাথে রমজান পালন করছেন হিন্দুরাও।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা রোজা রাখছে তাদের জন্য দুধ, ফলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।