কীভাবে বুঝবেন কেউ আপনাকে মিথ্যে বলছে?

লাইফ স্টাইল May 30, 2017 1,032
কীভাবে বুঝবেন কেউ আপনাকে মিথ্যে বলছে?

কেউ যদি আপনাকে মিথ্যে কথা বলে, তাহলে কিভাবে আপনি বুঝবেন? আমাদের চারপাশে সবসময় কত লোকই তো মিথ্যে কথা বলে। তাহলে, তাদরকে কি ধরার কোনও উপায় নেই?


নিশ্চয়ই আছে। তাহলে একঝলকে দেখে নিন, কিভাবে আপনার সামনের লোকের মিথ্যে কথা ধরবেন?


১) মিথ্যে কথা বললে, আপনি তার গলার স্বরে বুঝতে পারবেন। কারও কথা বলার সময় যদি গলার স্বর খুব ওঠা নামা করে, তাহলে বুঝবেন, সে মিথ্যে কথাই বলছে আপনার সামনে।


২) আপনার সামনের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেও আপনি বুঝতে পারবেন, যে সেই মানুষটি মিথ্যে কথা বলছে কিনা। সাধারণত, মিথ্যে কথা বলার সময় মানুষের মাথা অনেক বেশি নড়াচড়া করে।


৩) মিথ্যে কথা বলা ধরার জন্য সামনের মানুষের চোখের দিকে তাকান। চোখ কিন্তু সত্যি কথা ধরে ফেলে অথবা মিথ্যে কথা ধরে ফেলে। মিথ্যে কথা বলার সময় মানুষ, চোখে চোখ রেখে কথা বলতে পারে না।


৪) যখন কোনও মানুষ আপনার প্রশ্নের উত্তর দেবার সময় একটা লম্বা শ্বাস নিয়ে কথা বলা শুরু করে, তখন জানবেন, সে মিথ্যে কথা বলছে। কারণ, সত্যি কথা সহজাত ছন্দে আসে। আর মিথ্যে বলার জন্য চিন্তা করে নিতে হয়।


সূত্র : জি নিউজ