তাজা অ্যালোভেরার পাতা থেকে সংগ্রহ করা জেল রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। আঠালো এই জেল সুস্থ রাখতে পারে আপনার ত্বক ও চুল। সরাসরি ত্বকে লাগাতে পারেন অ্যালোভেরা জেল। আবার ফেসপ্যাক তৈরি করেও ব্যবহার করতে পারেন। চুলের যত্নেও এটি অনন্য।
▶জেনে নিন রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহার করা জরুরি কেন-
অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যা প্রাকৃতিকভাবে ত্বকের রুক্ষতা দূর করে।
অ্যালোভেরা ত্বকের কোষ ক্ষয় রোধ ও কোষ পুনর্গঠনে সাহায্য করে।
ত্বকের বলিরেখা দূর করতে কার্যকর এই ভেষজ।
অ্যালোভেরা ব্রণের পাশাপাশি দূর করতে পারে ব্রণের দাগও।
রোদে পোড়া ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন। দূর হবে রোদে পোড়া দাগ।
খুশকি দূর করতে জুড়ি নেই অ্যালোভেরার।
চুলের রুক্ষতা দূর করে চুল ঝলমলে ও সুন্দর করে অ্যালোভেরা।
ত্বকের ভেতর থেকে ময়লা বের করে ত্বক টানটান করে এটি।
ঠাণ্ডা অ্যালোভেরা জেল দূর করতে পারে চোখ ও ত্বকের ক্লান্তি।
চুল পড়া বন্ধে নিয়মিত ব্যবহার করতে পারেন ভেষজ এই উদ্ভিদ।
▶ত্বকে অ্যালোভেরা ব্যবহার করবেন যেভাবে
২ টেবিল চামচ আল্যোভেরা জেল, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ গ্লিসারিন ও ১ চা চামচ নিমপাতার রস একসঙ্গে মেশান। ফেসপ্যাকটি রাতে ঘুমানোর আগে ত্বকে লাগান। পরদিন সকালে উঠে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ৪ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি পুরো শরীরের ত্বকে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে মাইল্ড সাবান ব্যবহার করতে পারেন। এটি ত্বক কোমল ও উজ্জ্বল করবে।
▶চুলে অ্যালোভেরা ব্যবহার করবেন যেভাবে
১ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ চা চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুল ও মাথার ত্বকে লাগান। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর করবে এই হেয়ার প্যাক।
১ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা কাপ গোলাপজল মিশিয়ে স্প্রে বোতলে সংরক্ষণ করুন। চুলে স্প্রে করে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। চুল হবে ঝলমলে।
তথ্য: বোল্ডস্কাই