একবার পাঁচ শ্রেণির ব্যক্তির কাছে ‘বউয়ের মানে’ জানতে চাওয়া হলো-
পুলিশ : মানুষ আমাকে ভয় পায় আর আমি বউকে!
মুচি : আমি জুতা মেরামত করি আর বউ আমাকে!
শিক্ষক : স্কুলে আমি লেকচার দেই আর ঘরে বউয়ের লেকচার শুনি!
অফিসার : আমি অফিসের বস আর ঘরের চাকর!
সাংবাদিক : সব খবর আমি প্রচার করি, আর ঘরে নিজেই খবর হয়ে যাই!