রেসিপি : মজাদার হানি কাবাব

রেসিপি টিপস May 28, 2017 537
রেসিপি : মজাদার হানি কাবাব

▶উপকরণ


হাড় ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম


মধু ২ টেবিল চামচ


গোল মরিচ ১ চা-চামচ


বাটার ২ টেবিল চামচ


স্টিক ১০টি


লবণ পরিমাণ মতো


▶প্রণালি


মুরগির মাংস, মধু, লবণ, গোল মরিচ দিয়ে ম্যারিনেড করুন ১ ঘণ্টা। এবার স্টিকে গেঁথে নিয়ে প্যানে বাটার গরম করে ভেজে নিন এবং গরম গরম পরিবেশন করুন।