▶Allah is Only One Powerful.
আল্লাহ একমাত্র শক্তিশালী /ক্ষমতাশালী
▶He Can Do Everything.
তিনি সব করতে পারেন।
▶Nothing is Impossible For Him.
তার জন্য কোনো কিছু অসম্ভব না।
▶He Can Destroy in The World Within One Second.
তিনি এক সেকেন্ডের ভেতর পৃথিবী ধবংস করতে পারেন।
▶So We Should Pray to Allah.
তাই আল্লাহ তায়ালার কাছে আমাদের প্রার্থনা করা উচিৎ।
▶Cause He is Creator Of Us.
কারন তিনি আমাদের সৃষ্টিকারী।
▶We Should Bear in Mind.
আমাদের মনে রাখা উচিৎ।
▶Our Position is Equal to Our Work.
আমাদের কাজের সমান আমাদের অবস্তান।
▶So We Need to Hard work So that
তাই আমাদের খুব পরিশ্রম করা উচিৎ যাতে।
▶We Win the Mind Of Allah & World
আমরা আল্লাহ তায়ালার মন ও পৃথিবী জয় করতে পারি।
▶For That we need to Perform Our salat.
এই জন্য আমাদের নামাজ পড়া উচিৎ।
▶Cause Salat Can Remove Our All Types Of Bad Habit.
কারন সালাত আমাদের সব ধরনের খারাপ.অভ্যাশ দূর করে।
▶It Can Make Us Perfect.
এটা আমাদের উপযুক্ত করে তোলে।
▶So Everybody Say Amin As If.
তাই সবাই আমিন বলুন যেন
▶Allah Forgives Our All Of Sin
আল্লাহ আমাদের সব পাপ মাফ করে দেন।