তুরস্কের মানবিক ত্রাণ সংস্থা হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) ভিয়েতনামে সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করেছে। মসজিদটি চিয়াওডক শহরের গিয়াং প্রদেশে স্থাপন করা হয়েছে।
মানবিক ত্রাণ সংস্থাটির ডেপুটি গভর্নর হাসান আন্নাকির মতে, কাহরমানলার রহমত মসজিদে একসাথে এক হাজার ২০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন। তুর্কি ব্যবসায়ী তালিপ খারম্যান এই মসজিদের সব ব্যয়ভার বহন করেন এবং এর নির্মাণকাজ এক বছর স্থায়ী হয়।
বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে আন্নাকি তার বক্তব্যে বলেন, মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে প্রায় ১৫ হাজার মুসলমান অংশ নিয়েছিলেন।
অংশগ্রহণকারীরা ঘোষণা করেন যে, এ মহান কাজের জন্য তুরস্কের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আইএইচএইচ এখনো মসজিদ, স্কুল ও প্রশিণ কেন্দ্রসহ দেশের নতুন প্রকল্পকে সমর্থন করে।
হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) ১৯৯৫ সালে তাদের কার্যক্রম শুরু করে। সংস্থাটি গত ২২ বছর ১১টি দেশে ৩২টি এতিমখানা প্রতিষ্ঠা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।