কিছুক্ষণ আগেই মারা গেছে

পাঁচমিশালী কৌতুক May 25, 2017 2,168
কিছুক্ষণ আগেই মারা গেছে

মেডিকেল কলেজের অধ্যাপক ছাত্রকে প্রশ্ন করলেন-


অধ্যাপক : বলো তো, রোগীর হৃৎস্পন্দন কমতে থাকলে এই ওষুধ ঠিক কী পরিমাণ দিতে হবে?


ছাত্র : পাঁচ মিলিগ্রাম।


অধ্যাপক কিছু না বলে পড়াতে শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছেলেটা হাত তুলল-


ছাত্র : স্যার, আমি ওষুধের পরিমাণটা পাল্টাতে চাই।


অধ্যাপক : কোনো লাভ নেই, তোমার রোগী কিছুক্ষণ আগেই মারা গেছে।