দুইটা দুই সাইজের জুতা দিয়েছি

পাঁচমিশালী কৌতুক May 24, 2017 1,128
দুইটা দুই সাইজের জুতা দিয়েছি

একদিন এক মেয়ে জুতা কিনতে গেল এবং শেষ পর্যন্ত জুতা চয়েজও করলো। জুতা চয়েজ হলো, কিন্তু সমস্যাটা হলো টাকা দিতে গিয়ে সে দেখলো তার সাথে কোন টাকা নেই। দোকানদারকে ব্যাপারটা বলায় দোকানদার রাজি হয়ে গেল বাকিতে জুতাটা দিতে। আর কাল টাকা দিয়ে যেতে বলল।


এতে তার পাশের দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করল. . .


ব্যবসায়ী : কীভাবে বিশ্বাস করলেন? কাল যদি না আসে?


দোকানদার : কাল আসতেই হবে, কারণ দুইটা দুই সাইজের জুতা দিয়েছি।