গরমে লেবু পানির ৮ টি উপকারিতা

সাস্থ্যকথা/হেলথ-টিপস May 23, 2017 746
গরমে লেবু পানির ৮ টি উপকারিতা

গরমে লেবু পানির ৮ টি উপকারিতা। প্রায় সব ব্যক্তি জানে যে লেবু পানি কতটা উপকারী। বিশেষ করে গরমের দিনে। দৈনিক খানিকটা লেবুপানি পান করলে আমাদের দেহে পুষ্টি, ভিটামিন ও মিনারেলস যোগায় যা শরীরের শ্রেষ্ঠ উপাদান। শরীর ভাল রাখতে উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।


লেবুপানি আমাদের দেহে শক্তি বৃদ্ধি করে। প্রতিদিন অন্তত ১ গ্লাস লেবু পানি আমাদের সকলেরই খাওয়া উচিৎ। চলুন তাহলে জেনে নেয়া যাক লেবু পানি খওয়ার উপকারিতা।


গরমে লেবু পানির ৮ টি উপকারিতা:


১। লেবুপানি আমাদের দেহে যথেষ্ট পরিমাণে ইলেক্ট্রলাইটস এর যোগান দিয়ে থাকে যা দেহের পানিশূন্যতা দূর করে।


২। লেবুপানি দেহের গিটের ব্যথা দূর করে।


৩। লেবুতে আছে ক্রিটিক এসিড যা দেহের হজমশক্তি বৃদ্ধি করে।


৪। লেবুপানি আমাদের দেহের লিভারের জন্য খুব উপকারী।


৫। লেবুপানি আমাদের দেহের লিভার থেকে টক্সিন পরিষ্কার করে লিভারকে সুস্থসবল রাখে।


৬। লেবু পানি আমাদের দেহের প্রদাহ দূর করে, গলা ব্যথা, টনসিলের সমস্যা দূর করে।


৭। লেবুপানি আমাদের পেট ভাল রাখে ও শরীর ঠান্ডা বা শীতল রাখে।


৮। লেবুপানি আমাদের দেহের মেটাবোলিজম বৃদ্ধি করে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।