রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা

ইসলামিক সংবাদ May 22, 2017 1,486
রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা

আগামী ২৫ মে বৃহস্পতিবার রাত ১টা ৪৪ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটি পরদিন ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৭ ডিগ্রি উপরে ২৮৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ৩৫ মিনিট শেষে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে অস্ত যাবে।


এদিন চাঁদের ১% অংশ আলোকিত থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে কোথাও দেখা যাওয়ার সম্ভাবনা নেই।এটি পরদিন ২৭ মে শনিবার, সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২০ ডিগ্রি উপরে ২৮২ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে রাত ৮টা ১৯ মিনিটে ২৯১ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।


এ সময় চাঁদের ৪% অংশ আলোকিত থাকবে এবং বাংলাদেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবে দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৪০ ঘন্টা ৫৫ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে।


সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৭ মে সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ২৮ মে ২০১৭, রবিবার থেকে আরবি ১৪৩৮ হিজরির ‘রমজান’ মাসের গণনা শুরু হবে।