জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর!

সাধারন অন্যরকম খবর May 22, 2017 1,477
জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর!

ভাগ্যিস টনি ছিল। তাই বেঁচে গেলেন জেসাস হিউকে। মালিককে জড়িয়ে রেখে তাঁর প্রাণ বাঁচাল পোষ্য।


সংকটাপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় পোষা কুকুর নিয়ে অনেক কাহিনী আমরা শুনে থাকি। মানুষ ও কুকুরের সম্পর্ক নিয়ে শুধু ইংরেজি ভাষাতেই শতাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। যেগুলোর বেশির ভাগই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। অনেকেরই মতে গৃহপালিত পশুর মধ্যে কুকুর মানুষের সবচেয়ে ভালো বন্ধু।


কুকুর যে আসলেই প্রভুভক্ত প্রাণী, তা আরেকবার প্রমাণিত হলো।


ঘটনাটি আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা প্রদেশের। সেখানে জেসাস হিউকে নামে এক ব্যক্তি গাছ কাটতে গিয়ে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় টনি নামে পোষা কুকুরটি ছিল তাঁর সঙ্গে। অবস্থা করুণ দেখে কুকুরটি মালিককে জড়িয়ে রাখেন। এতে গুরুতর ঠান্ডায় প্রাণে রক্ষা পান মালিক হিউকে।


গত ১৪ মে মালিকের প্রতি কুকুরের প্রভুভক্তির অনন্য এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট হলে তা ভাইরাল হয়ে যায়।


স্থানীয় গণমাধ্যম ‘কোডেনা থ্রি’কে হিউকে জানান, ‘আমি জেগে উঠে দেখলাম কুকুরটি আমার ওপর শুয়ে আছে। এতে প্রচণ্ড ঠান্ডায় প্রাণে বেঁচে গেছি আমি।’


হিউকে আরো বলেন, ‘এ সময় কুকুরটি উদ্ধারকর্মীদের কাছে আসতে বাধা দিচ্ছিল। কারণ সে ভেবেছিল, উদ্ধারকর্মীরা আমার ক্ষতি করতে পারে।’


কিউ বলেন, ‘টনিকে অনেক ভালোবাসি আমি। তার প্রতিদানও দিয়েছে সে।’


উদ্ধারকর্মী দলের পরিচালক জোসে লুইস হলম্যান বলেন, ‘কুকুরটি তার মালিকের সঙ্গ কোনোভাবেই ছাড়ছিল না। একেই বলা হয় নিঃস্বার্থ ভালোবাসা।’


ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার হলে তিন হাজারবার শেয়ার হয়।