একদিন বাদল একটি পুকুরে বড়শি পেতে বসে আছে। কিছুক্ষণ পর. . .
পাহারাদার : এই ছেলে, এই। তুমি কি মুর্খ, পড়তে পারো না?
বাদল : হ্যাঁ, পারি।
পাহারাদার : এই সাইন বোর্ডে কি লেখা?
বাদল : এই পুকুরে অনুমতি ছাড়া মাছ ধরলে ৫০০ টাকা জরিমানা।
পাহারাদার : তোমার সাহস তো কম না। লেখাটা দেখার পরেও তুমি মাছ ধরছো।
বাদল : মাছ ধরলাম কই? আমি তো আমার কেঁচোগুলারে সাঁতার শেখাচ্ছি!