কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া উচিৎ নয়

লাইফ স্টাইল May 21, 2017 768
কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া উচিৎ নয়

সাত জন্মের বন্ধন এই বিয়ে৷ পবিত্র এই সম্পর্কটিকে ঘিরে দুই তরফেই থাকে অনেক স্বপ্ন৷ দীর্ঘদিনের পরিকল্পনা করে অবশেষে দুই পরিবারের সম্মতিতে পুঁজিপুঁথি মেনে গাঁটছড়ায় আবদ্ধ হয় দুটি জীবন৷ এই পবিত্র সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অনেকেই অনেক কিছু মেনে চলার চেষ্টা করেন৷ বিয়েকে ঘিরে থাকে বেশ কিছু বিশ্বাসও৷


তেমনই একটি হল রাশিচক্র৷ জ্যোতিষিকে দিয়ে কুষ্ঠিবিচার করিয়ে তবেই এই সম্পর্কে গাঁটছড়া বাঁধেন৷ রাশি কোনও একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ যদি রাশি ঠিকঠাক থাকে তবে, সেই জুটিটি থাকতে পারবে খুবই শান্তিতে৷ সম্পর্কে শান্তি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করারও প্রয়োজন পড়বেনা৷ কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে দেওয়া একদমই উচিত নয় সেটি দেখে নিন এক নজরে৷


১) মেষ রাশির সঙ্গে বৃষরাশির কোনও সঙ্গীর বিয়ে হওয়া একদমই উচিত নয়৷ কারণ মেষরাশির প্রত্যেকেই ভীষণই উদ্যমী হন৷ সেই সঙ্গে স্বাধীন হন তারা তাদের নিজেদের কাজের ব্যাপারেও৷


২) বৃষরাশির ব্যক্তিরা নিজেদের কাজের লক্ষ সম্পর্কে একদমই স্থির থাকেন৷ এর পাশাপাশিই তারা খুবই সৎ থাকারও চেষ্টা করেন৷ এই রাশির জন্য একেবারেই যোগ্য নয় ধনু রাশি৷ কারণ এই রাশির জাতক জাতিকারা খুবই মাইন্ড গেম খেলেন৷


৩) মিথুনরাশির সঙ্গে সবচেয়ে খারাপ ম্যাচ হল মকর রাশি৷ এই দুই রাশির জাতক জাতিকারা একেবারেই একসঙ্গে থাকার যোগ্য নন৷ কারণ এরা উভয়ই একেবারে বিপরীত চরিত্রের৷


৪) কর্কটরাশির সঙ্গে কুম্ভরাশির বিয়ে দেওয়া কখনও উচিত নয়৷ কারণ কর্কট রাশির ব্যক্তিরা খুবই আবেগপ্রবণ হন, সাথে এরা খুবই যত্নশীল এবং সাহায্যের মনোবৃত্তি থাকে এদের৷ অপরদিকে কুম্ভরাশির প্রত্যেকে নিজের সম্পত্তির বিষয়ে খুবই সচেতন৷ তারা বুঝে শুনে তাদের অর্থ খরচ করেন৷ একেবারেই আবেগপ্রবণ নন তারা৷


৫) সিংহ রাশির সঙ্গে বৃশ্চিকরাশির মিলন কোনওদিনই সম্ভব নয়৷ কারণ সিংহ রাশির ব্যক্তিরা মানসিকভাবে খুবই শক্তিশালী হন৷ কিন্তু অন্য কোনও ব্যক্তি যদি সেই রাশির ব্যক্তির সঙ্গে বাজে ব্যবহার করেন৷ তাহলে কখনই ক্ষমা করে দেননা তারা৷


৬) কন্যা রাশির জাতক জাতিকারা খুবই সাহয্যপ্রবণ এবং শৈল্পিক হন৷ এই রাশির সঙ্গে ধনু রাশির মিলন কার্যত অসম্ভব৷ কারণ ধনু রাশির সকলে প্রতিযোগিতা পছন্দ করেন৷ যেটি কন্যারাশির কেউই পছন্দ করেন না৷


৭) তুলারাশির সঙ্গে কন্যারাশির মিলন সম্ভব নয়৷ কারণ তুলারাশির জাতক জাতিকারা কোনও কিছু নিয়েই বিশেষ মাথা ঘামান না৷ তারা নিজের মতন ক্রেজি লাইফ কাটাতেই বেশি পছন্দ করেন৷


৮) বৃশ্চিক রাশির সঙ্গে মেষ রাশির মিলন কোনও দিন সম্ভব নয়৷ কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নরম মনের মানুষই পছন্দ করেন৷ কারণ মেষ রাশির জাতক জাতিকারা তাদের সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হয়৷


৯) ধনু রাশির সঙ্গে সবথেকে খারাপ ম্যাচ হল বৃষ রাশি৷ কারণ ধনুরাশির প্রত্যেকেই খুবই উদ্যমী হন এবং নিজেদের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকেন৷৷ কিন্তু অপরদিকে বৃষ রাশির জাতক জাতিকারা তাদের নিজেদের জীবনে নিজেদের খেয়ালে থাকেন৷


১০) কুম্ভ রাশির জাতক জাতিকারা খুবই প্রোটেকটিভ হন৷ আর এই রাশির জাতক জাতিকাদের জন্য খারাপ ম্যাচ সবথেকে কর্কট৷


১১) মীন রাশির সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের বিয়ে দেওয়া উচিত নয়৷


যদি আপনি এবং আপনার সঙ্গী খুব অসুখী থাকেন একে অপরের সঙ্গে, তাহলে বিবাহ বিচ্ছেদের কথা একেবারেই ভাববেন না৷ সম্পর্কে সময় দিন৷ যত্নশীল হওয়ার চেষ্টা করুন৷ দেখবেন আপনিও ভালো আছেন এবং আপনার সঙ্গীও খুবই ভালো আছে সেই সম্পর্কে৷ -কলকাতা২৪