চলন্ত গাড়ীতে বমি বমি ভাব হলে যা করলে দ্রুত মুক্তি পেতে পারেন

টুকিটাকি টিপস May 21, 2017 1,271
চলন্ত গাড়ীতে বমি বমি ভাব হলে যা করলে দ্রুত মুক্তি পেতে পারেন

চলন্ত গাড়ীতে বমি বমি ভাব বা বমি হওয়া আসলে মারাত্নক বিরক্তিকর। এ থেকে মুক্তির কত রকম চেষ্টাই না আমরা করে থাকি। কিছু উপায়ে অবশ্য আমরা এ থেকে মুক্তি পেতে পারি।


১. সাথে ছোট্ট এক প্যাকেট লবন রাখতে পারেন। যখনি মনে হবে বমি আসতে পারে একটু লবণ মুখে দ্যান। ব্যাস কেল্লা ফতে।


২. লেবু পাতার ঘ্রাণ এই ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে। তাই যান ভ্রমণে সাথে লেবু পাতা রাখতে ভুলবেন না।


৩. গাড়ীতে উঠেই লম্বা ঘুম দিতে পারেন। এই ক্ষেত্রে পাবলিক বাস হলে অবশ্যই নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।


৪. জার্নির ২ ঘণ্টা আগে কিছুই খাবেন না, পথেও কিছু খাবেন না। ১০০% পরীক্ষিত আপনার বমি হবে না।


৫. এতেও যদি কাজ না হয় তাহলে আপনি বমির ট্যাবলেট খেয়ে গাড়ীতে উঠা উচিৎ।