গ্রীষ্মের প্রবল দহনে পুড়ছে গোটা দেশ৷ তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে৷ নাজেহাল সাধারণ মানুষ৷ তীব্র গরমের হাত খেকে নিজেকে বাঁচাতে যখন ব্যস্ত সকলে, তখন এক অভিনব কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ওড়িশার তিতালগড়ের বাসিন্দা এক ব্যক্তি৷ গরমের তীব্রতা বোঝাতে খোলা রাস্তাতে শুধু সূর্যের তাপেই ডিম ভাজলেন তিনি৷
গত কয়েকদিনে তাপমাত্রার পারদ কিছু কমেছে৷ তবে গরম কমেনি ওড়িশায়৷ দিনভর প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের৷ এরইমধ্যে তিতালগড়ে একটি ফ্রাইং প্যানে আস্ত একটি ডিম নিয়ে রাস্তাতেই বসে পড়েন ওই ব্যক্তি৷
সূত্রঃ সংবাদ প্রতিদিন