

বড়ই বিচিত্র এই পৃথিবী তার চেয়েও বেশি বিচিত্র এই পৃথিবীর মানুষ। যেখানে একটি মোটরসাইকেলে দুজন কিংবা তিনজন বসা যায় সেখানে পরিবারের পুরো আটজন বসা! এতে যেমন রয়েছে ঝুকি তেমনই রয়েছে এটা কন্ট্রোল করা। কিন্তু তবুও সেটাই করে দেখালেন, প্রাণ হাতে করে ৮ জন একটি বাইকে বসলেন। আর এই ছবি ধরা পড়ল এক পর্যটকের ক্যামেরায়।
ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে।
কিন্তু প্রশ্ন হল কীভাবে একটি বাইকে ৮ জন বসলেন? ছবিটি দেখলে বোঝা যাবে বাইকের দুদিকে কাঠের পাটাতন করে বসার জায়গা তৈরি করা হয়েছে। ওই দুটি পাটাতনে তিনজন করে দুদিকে বসেছেন। আর মূল বাইকটিতে বসেছেন দুজন।
এই বিপজ্জনক বাইক যাত্রায় শুধু বড়রাই নয়। রয়েছে দুই শিশুও। ওই দুই শিশু দুদিকের কাঠের পাটাতনে সামনে বসেছে। কিন্তু কীভাবে খোলা রাস্তায় এতো ঝুঁকিবহুল যাত্রা চলছে, এবং পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে যাচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন।









