ভূতুড়ে সিনেমা দেখতে সবারই একটু হলেও ভালোই লাগে। কিন্তু সেই ভূত জ্যান্ত যদি আপনার চোখের সামনে দাঁড়ায় তাহলে হাড় হিম হয়ে যাবেই। ভূত আছে কি নেই, এ এক বিশাল আলোচনার বিষয়।
কিন্তু কিছু জিনিস আছে যেগুলো দেখতে খুবই ভূতুড়ে। রাতের অন্ধকারেই হোক, ফাঁকা বাড়িতে, কিংবা স্বপ্নে। যখনই দেখবেন ভয় হবেই। তাই সেই জিনিসগুলো এমন জায়গায় রাখুন যাতে আপনার চোখে খুব একটা না পড়ে।
১) পুরনো পুতুল- পুরনো পুতুল রাতের অন্ধকারে দেখলে ভয় লাগবেই। আর ভূতের ছবিগুলিতে যেভাবে পুতুলদের প্রাধাণ্য দেওয়া হয়, তাতে সেই কথা মাথায় আসবেই।
২) পুরনো দিনের আয়না- পুরনো দিনের আয়না। যাতে দাগ পড়ে গিয়েছে। চারপাশ দিয়ে সাবেকি কাজ করা। এই আয়নায় মুখ দেখার সময় মনে ভয় আসতে পারেই।
৩) পুরনো ট্রাঙ্ক- ভূতের ছবিতে প্রায়ই দেখে থাকবেন।
৪) ঘুঙুর- ভূতের গলে ভূতকে ঘুঙুর পড়ে হাঁটতে শোনা যায়।
৫) কাঠের দোলনার চেয়ার- কেউ বসে নেই, অথচ দুলছে। বহু সিনেমাতেই এই দৃশ্য ব্যবহার করা হয়।
৬) পুরনো খেলনা- কনজিউরিং সিনেমাটা যারা দেখেছেন তাদের কাছে পুরনো খেলনা ভয়ানক।
৭) কোনও ছবি- দেওয়ালে টানানো কোনও আঁকা ছবি। অথচ সেই ছবির দিকে তাকিয়ে থাকলে গলা শুকিয়ে যায়। ভাবুন স্বপ্নে এমন ছবি দেখলে কি হবে। -কলকাতা২৪