সাপের কাছে যাওয়া তো দুরে থাক নাম শোনলেই সবার শরীর শিহরণ দিয়ে উঠে। যেখানে সাপ নামক প্রাণী থাকে সেখান থেকে সবাই অনেক দুরে থাকতে চায়। এবার দেখা গেল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দার এক সাহসী যুবকে।আদর করে চুমু দিতে গিয়ে সাপের ছোবল খেয়ে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
বিবিসির খবরে জানা গেছে, ভয়াবহ বিষধর ওই র্যাটলস্ন্যাক সাপটি ধরে আটকে রেখেছিলেন চার্লস গফ নামের এক ব্যক্তি।
কিন্তু এর একদিন পর সাপটির দিকে চোখ পড়ে তার প্রতিবেশী রন রেইনল্ডের। এক পর্যায়ে তিনি সাপটির সঙ্গে খেলা শুরু করেন এবং সাপটিকে চুমু দিতে যান। আর তখনি ঘটে বিপত্তি।
সুবিধামতো পেয়ে সাপটি ঠিকই ছোবল মেরে দেয় রেইনল্ডের মুখে। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়।
গফ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রন বললো আমি সাপের মুখে চুমু দিবো, আর তখনি সাপটি কামড় বসিয়ে দেয়।’
তবে তার দাবি রন আসলে অভিনয় করছিলো, চুমুটি সে দিতোনা। কিন্তু বেচারা সাপের সাধ্য কি রনের মনের কথা বোঝার, নাগালে পেয়েই কামড় বসিয়ে দেয় রনের গালে।
এরপর রনের অবস্থা শুরুতে একটু জটিল থাকলেও এখন নিয়ন্ত্রণে সব। ওদিকে ঘটনার পরই পালিয়েছে সাপ। তবে এটা এখনো নিশ্চিত নয় রন কেনো সাপটিকে চুমু খেতে গেলো।