শিশুকে কামড়, কুকুরের মৃত্যদণ্ডের নির্দেশ

সাধারন অন্যরকম খবর May 17, 2017 1,106
শিশুকে কামড়, কুকুরের মৃত্যদণ্ডের নির্দেশ

শিশুকে কামড়ে দেওয়ার অভিযোগে এক কুকুরকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হল। এরকম আজব ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। ভাক্করের সহ–কমিশনার রাজা সেলিম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। ভাক্করের সহ–কমিশনার রাজা সেলিম জানান, মানবিকতার দিক থেকে বিচার করেই ওই কুকুরটিকে মৃত্যদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‌যে কুকুর শিশুকে কামড়ায় তার মৃত্যুই হওয়া উচিত।


সাজাপ্রাপ্ত ওই কুকুরটির রেজিস্ট্রেশন রয়েছে কিনা তা দেখার জন্য এক আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। এরই সঙ্গে কুকুরের মালিকের বিরুদ্ধেও দেওয়ানি আদালতে মামলা রুজু হয়েছে।


অন্যদিকে, কুকুরটির সাজা কম করানোর জন্য ভাক্করের সহ–কমিশনারের কাছে আর্জি জানান কুকুরটির মালিক। তিনি বলেন, ইতিমধ্যেই ওই শিশুকে কামড়ানোর জন্য আমার পোষ্যের একসপ্তাহ জেল খেটেছে, আবার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া মানে তার প্রতি অবিচার করা। সুবিচারের জন্য তিনি শীর্ষ আদালতে যাবেন বলেও জানিয়েছেন।