চীনের লাইওনিং প্রদেশের শেনইয়াংয়ে ব্যস্ত এক রাস্তায় আকাশ থেকে বৃষ্টির ধারার মতো ঝরতে দেখা গেছে আগুন। গত ১১ মে একটি বজ্রপাতের বিকট শব্দের পর আগুন-বৃষ্টির এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতি হয়নি কারো।
ওই ঘটনার আট সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছে চায়না প্লাস নিউজ। একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণ করা হয়। ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়ছে। প্রথমে দেখা যায় বিশাল এক আলোকচ্ছটা, আর তারপর অন্ধকার হয়ে যায় চারপাশ। এর পরপরই রাস্তার পাশে থাকা গাছের সারিগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে।
সূত্রঃ এনডিটিভি