সন্তানের সাফল্যে একজন বাবার করণীয়

লাইফ স্টাইল May 15, 2017 770
সন্তানের সাফল্যে একজন বাবার করণীয়

সন্তানের দেখভাল করা কি শুধু মায়েরই দায়িত্ব! একজন বাবা হিসেবে এর উত্তর আপনি অবশ্যই না বলবেন। কিন্তু ক'জন বাবা ঠিকমতো এই গুরুদায়িত্বটা পালন করে? অনেক বাবা নিজের দায়িত্ব এড়িয়ে যান। সে দায়িত্ব চেপে দেন সন্তানের মায়ের কাঁধে।


আপনি নিজেকে সফল বাবা হিসেবে দেখতে চাইলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সব কিছুর উর্ধ্বে নিজের সন্তানের দিকটি খেয়াল রাখতে হবে। সন্তানকে ঘিরে থাকবে স্বপ্ন, থাকবে আশা। সন্তানের নিরাপত্তা এবং ভালো রাখার দায়িত্বটি আপনাকেই নিতে হবে। অথচ সফল বাবা কি করে হতে হয় তা অনেকেই জানেন না। তাই জেনে নিন বাবা হিসেবে আপনার করনীয় কী কী:


§ বড়দের শ্রদ্ধা করাতে শেখান।

§ সন্তানের হাতে ভালো বই তুলে দিন।

§ ছোটবেলা থেকেই নিজের কাজগুলো করতে শেখান।

§ ছুটির দিনে বাসায় সময় দিন।

§ বিশেষ দিবসে সন্তানকে উপহার দিন

§ সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যান।

§ সন্তানের জন্য তার পছন্দমতো কেনাকাটা করুনঅ

§ বিভিন্ন অনুষ্ঠানে সন্তানকে সঙ্গে নিতে পারেন।

§ সন্তানের সাথে অযথা রাগারাগি করবেন না।

§ খাবার টেবিলে সন্তানকে সঙ্গে নিন।

§ সন্তানকে সঙ্গে নিয়ে টিভি দেখুন।

§ সন্তান বাইরে বের হলে ফোনে তার খোঁজ রাখুন।।

§ আপনার সন্তানের বন্ধু-বান্ধবের প্রতি নজর রাখুন।

§ সন্তানের আগ্রহের জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে।

§ পরিবারের গুরুত্বপূর্ণ ইস্যূতে সন্তানের মতামত নিন।

§ ভালো আচরণের জন্য সন্তানের প্রশংসা করুন।


সন্তানকে যতোই সময় দিন না কেন তার সঙ্গে আপনাকে বন্ধুসুলভ হতে হবে। তাই দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানকে বন্ধু হিসেবে দেখুন! হয়ে উঠুন 'পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা'!